বুধবার, শিক্ষক দিবসে আসানসোল পুরসভার পক্ষ থেকে পড়ুয়াদের মধ্যে চারাগাছ বিতরণ করা হয় আসানসোল পুরসভা প্রাঙ্গণে৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার ডেপুটি মেয়র তবসুম আরা, এমআইসি অভিজিৎ ঘটক সহ অন্যান্যরা৷
এদিন পড়ুয়াদের হাতে চারাগাছ তুলে দিয়ে অভিজিৎ ঘটক বলেন, আগামী প্রজন্মের কাছে সবুজ ও সুস্থ পৃথিবী উপহার দিতে আমাদের গাছগুলি রোপণ করে সঠিক রক্ষণাবেক্ষণের দায়িত্বও নিতে হবে৷ ডেপুটি মেয়র তবসুম আরা বলেন, এর আগে পুরসভার পক্ষ থেকে ৮০ টি স্কুলকে চারাগাছ দেওয়া হয়েছে। পরিবেশ বাঁচাতে পুরসভার পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের আরও চারগাছ বিতরণ করা হবে।
Like Us On Facebook