দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসা পরিষেবা উন্নত করতে স্বাস্থ্য দফতরের সঙ্গে সঙ্গে উদ্যোগী হল দুর্গাপুরের ব্যবসায়ী মহল। দুর্গাপুরের ব্যবসায়ী মহল প্রায় ২২ লক্ষ টাকা ব্যয় করে দুর্গাপুর মহকুমা হাসপাতালের বার্ন ওয়ার্ড ও শিশু ওয়ার্ড সংস্কার করে দেওয়ার পাশাপাশি দুর্গাপুর মহকুমা হাসপাতালে নতুন প্রশাসনিক ভবনের উদ্বোধন হল আজ শুক্রবার বিকেলে। উদ্বোধন করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুধীর কুমার নীলকান্তম। উপস্থিত ছিলেন দুর্গাপুরের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত সহ প্রশাসনিক অধিকারিকরা। দুর্গাপুরের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল দুর্গাপুর মহকুমা হাসপাতালের শিশু বিভাগে উন্নত পরিষেবার এবং বার্ন ওয়ার্ডের পরিষেবা উন্নত করার। রোগীদের উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। শিশু ওয়ার্ডে বেড বেড়ে ৭০ এবং বার্ন ওয়ার্ডে বেড সংখ্যা বেড়ে হল ৮।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুধীর কুমার নীলকান্তম জানান, ব্যবসায়ী মহল যেভাবে দুর্গাপুর মহকুমা হাসপাতালের পাশে দাঁড়িয়েছে তা সত্যিই প্রশংসনীয়। দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুপার ডা. ধীমান মণ্ডল জানান, দুর্গাপুর মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্তর প্রচেষ্টায় এগিয়ে এসেছেন ব্যবসায়ীরা।