আজ, বুধবার শিক্ষক দিবসে কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদনের জন্য নির্বাচিত শিক্ষক-শিক্ষিকাদের হাতে শিক্ষারত্ন পুরস্কার তুলে দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে।
এবার পুর্ব বর্ধমানের দুই শিক্ষক এবং পশ্চিম বর্ধমানের এক শিক্ষিকা শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন। এছাড়াও বর্ধমানের মিউনিসিপ্যাল বয়েজ স্কুল সেরার সেরা স্কুলের পুরস্কার পাচ্ছে। মিউনিসিপ্যাল বয়েজ স্কুলের প্রধান শিক্ষক শম্ভুনাথ চক্রবর্তী জানিয়েছেন, তিনি এবং স্কুলের শিক্ষক দেবপ্রসাদ ভট্টাচার্য্য নজরুল মঞ্চে উপস্থিত আছেন স্কুলের এই বিশেষ পুরস্কার গ্রহণ করার জন্য।
Like Us On Facebook