আসন্ন পঞ্চায়েত নির্বাচনের পূর্বে এলাকা উন্নয়নের লক্ষ্যে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ কাঁকসার বাসিন্দাদের দীর্ঘ দিনের আবেদনে সাড়া দিয়ে ছয়টি প্রকল্পের শুভ সূচনা করল।

বুধবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায় এই প্রকল্প গুলির উদ্ধোধন করেন। জানা গেছে এই প্রকল্পগুলির মধ্যে ত্রিলোকচন্দ্রপুর জরিলাল স্মৃতি উচ্চ বিদ্যালয়ের জন্য নতুন শ্রেণিকক্ষ নির্মাণের জন্য ২৫ লক্ষ টাকা, এলাকার বিভিন্ন কাঁচা রাস্তা পাকা করা ছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও নিকাশি নালার সুব‍্যবস্থা করতে প্রায় এক কোটি টাকার মত প্রকল্পের শুভ সূচনা করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক মাজি, স্থানীয় ব্লক উন্নয়ন আধিকারিক অরবিন্দ বিশ্বাস সহ প্রশাসনিক কর্মকর্তারা। অনুষ্ঠানের শেষে সকলকে মিষ্টি-মুখ করান আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায়।



Like Us On Facebook