বর্ধমান জেলা ভাগ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান করার পর বুদবুদ পূর্ব বর্ধমান জেলার হলেও বুদবুদ থানা শেষমেষ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অর্ন্তভুক্ত করার প্রশাসনিক প্রক্রিয়া শুরু হল। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আসানসোলে পশ্চিম বর্ধমান জেলার উদ্বোধনের সাথে সাথেই বুদবুদ থানাকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অর্ন্তভুক্ত করার জন্য নোটিফিকেশন জারি করা হয়। নোটিফিকেশনের পর প্রশাসনিক প্রক্রিয়ার শেষে বুদবুদ থানা দুর্গাপুর আদালতের অধীন থাকবে। আগেই কাঁকসা পশ্চিম বর্ধমান জেলার অধীন করা হয়। কাঁকসা থানাও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন করা হয়। বুদবুদকে স্থানীয় মানুষের মহকুমা করার দাবি থাকলেও বুদবুদ থানাকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন করে আইনি ব্যাপারে বুদবুদের স্থানীয় বাসিন্দাদের বর্ধমান দৌড়ঝাঁপ থেকে রেহাই দিয়ে নিকটে দুর্গাপুর আদালতের অধীন করল বলে ওয়াকিবহাল মহল মনে করছেন। দুর্গাপুরের মহকুমা শাসক শঙ্খ সাঁতরা বলেন শুক্রবার নোটিফিকেশন জারি হয়েছে বুদবুদ থানা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অর্ন্তভুক্ত করার জন্য। এর ফলে বুদবুদ পূর্ব বর্ধমান থাকলেও বুদবুদ থানার আইনি ব্যাপার আবার আগের মত দুর্গাপুর আদালতেই নিস্পত্তি করা হবে। এই দাবি নিয়েই এর আগে বুদবুদের স্থানীয় বাসিন্দাদের সুবিধার জন্য দুর্গাপুর আদালতের আইনজীবিরা দুইমাস ধরে আন্দোলনে নেমেছিলেন।
Like Us On Facebook