সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসের কবলে পড়ে মর্মান্তিক মৃত্যু হল দুই ভাইয়ের। ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী-১ নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত বকপুর গ্রাম পঞ্চায়েতের ধর্মতলা গ্রামে। মৃত দুই ভাইয়ের নাম সামাদ শেখ (২৬) ও মিলন শেখ ওরফে সুকতারা সেখ (২১)। পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দুই ভাই নিজেদের বাড়ির শৌচাগারের সেপটিক ট্যাঙ্কের (কুয়ো) ঢাকনা খুলে পরিষ্কার করার জন্য উদ্যোগ নেয়। হঠাৎই বড় ভাই কুয়োর মধ্যে পড়ে গেলে ছোট ভাই তাঁকে বাঁচাতে কুয়োয় ঝাঁপ দেয়। এরপরই দুই ভাইয়েরই কুয়োর মধ্যে মৃত্যু ঘটে বলে স্থানীয়রা জানান।

এরপর গ্রামবাসীরা কুয়ো থেকে তড়িঘড়ি উদ্ধার করেন দুই ভাইকে। তবে উদ্ধারের পরই তাঁদের মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে নাদনঘাট থানার পুলিশ সেখানে পৌঁছে মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়। মৃতদের বাবা মুক্তার শেখ একজন প্রতিবন্ধী বৃদ্ধ। তিনি জানান, দুই ছেলে ছিল পরিযায়ী শ্রমিক। বড় ছেলে সামাদ শেখ কেরলে নির্মাণ শ্রমিকের কাজ করতো। আর ছোট ছেলে মিলন ওরফে সুকতারা কলকাতায় মজুরের কাজ করত। লকডাউনে দুই ভাই বাড়ি ফিরে আসার পর বাড়িতেই ছিল। এদিনের এই দুর্ঘটনার পর পরিবারে দুশ্চিন্তার ছায়া নেমে এসেছে।

Like Us On Facebook