অন্ডাল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চালু করা হলো রান্না করা ‘মা ক্যান্টিন’। শুক্রবার খাঁন্দরা পঞ্চায়েতের বিশ্বেশ্বরী এলাকায় ক্যান্টিনের উদ্বোধন করেন এলাকার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি রুপেশ যাদব, ব্লক যুব সভাপতি (অন্ডাল) গণেশ বাদ্যকর সহ অন্যান্যরা। শুক্রবার ৭০০ জনের খাবারের ব্যবস্থা করা হয়। মেনু ছিল ভাত, মুগের ডাল, মিক্সড ভেজ, ডিমের কারি, আমের চাটনি।

গণেশ বাদ্যকর জানান, এখানে প্রতিদিন আড়াইশো জনের খাবার তৈরি হবে। তালিকা ধরে প্রতিদিন সবার বাড়িতে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হবে। লকডাউনের কারণে যারা সমস্যায় রয়েছেন তালিকায় তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। এর পাশাপাশি এলাকার দুঃস্থ ও ব্লক স্বাস্থ্য কেন্দ্রের রোগীর পরিজনেরাও এই পরিষেবা পাবেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্যান্টিন চলবে বলে গণেশবাবু জানান। বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যুব তৃণমূল কংগ্রেস কর্মীদের এই উদ্যোগ প্রশংসনীয় ও মানবিক। রাজ্যের কেউ অভুক্ত থাক, চান না স্বয়ং মুখ্যমন্ত্রী। তাই রাজ্য সরকারের পক্ষ থেকেও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।’

Like Us On Facebook