পূর্বস্থলীর যুবকের তৈরি ফাইবারের দুর্গা মূর্তি পাড়ি দিচ্ছে আমেরিকায়। পূর্বস্থলী ১ ব্লকের জাহান্নগর মাগনপুর গ্রামের ২৪ বছরের যুবক শঙ্কু দেবনাথের তৈরি ফাইবারের দুর্গা প্রতিমা এবছর পূজিত হবে আমেরিকার লুইজিয়ানার অনিমেষ রায়ের বাড়িতে। শিল্পী জানিয়েছেন, সাড়ে তিন ফুট বাই চার ফুট প্রতিমাটি বানাতে খরচ পড়েছে প্রায় চার লাখ টাকা।

শঙ্কু দেবনাথ জানিয়েছেন, মাস দেড়েক আগে তিনি এক পরিচিত ব্যাক্তির মাধ্যমে অনিমেষবাবুর কাছ থেকে এই প্রতিমা তৈরির কাজটি পান। খুব অল্প সময়ের মধ্যে কাজটি শেষ করতে হয়েছে। একচালা এই প্রতিমা কাঠের কাঠামোর উপর ফাইবার দিয়ে বানানো হয়েছে। প্রতিমাটি সাজাতে সিটি গোল্ড সহ নানান রঙের পাথরের গয়না ব্যবহার করা হয়েছে। মূর্তিটির বিভিন্ন অংশ খুলে প্যাকেটজাত করে ক্যুরিয়ারের মাধ্যমে আমেরিকা পাঠানো হবে।

Like Us On Facebook