.
সোমবার দুর্গাপুরে দামোদর ক্যানেলে স্নান করতে নেমে তলিয়ে গেল এক কিশোর। মৃত কিশোরের নাম কিরণ বাশফোর (১৫)। কিরণ কোকওভেন থানার অন্তর্গত ব্যারেজ সংলগ্ন আমবাগান এলাকার বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার দুপুরে দামোদরের বর্ধমান ক্যানেলে স্নান করতে নেমে তলিয়ে যায় ওই কিশোর। এরপর স্থানীয়দের তৎপরতায় বেশ কিছুক্ষণের মধ্যেই উদ্ধার করা হয় তাকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোকওভেন থানার পুলিশ। তড়িঘড়ি তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
Like Us On Facebook