ট্রাক্টর দিয়ে জমি চষা দেখতে গিয়ে জমিতে চাষ দেওয়ার সময় ট্রাক্টরের রোটাভেটরের ফালের নীচে পড়ে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু বালকের। মৃতের নাম বিদ্যুৎ মাঝি (১৪)। ভাতারের মন্দারবাটি গ্রামের ঘটনা। পূর্ব বর্ধমান জেলার ভাতাড়ের সাহেবগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মন্দারবাটি গ্রামে জমিতে চাষ দিচ্ছিল একটি ট্রাক্টর। জমিতে গিয়ে চাষ দেওয়া দেখছিল বিদ্যুৎ সহ আরও কয়েকজন বালক। অসাবধনতাবশত রোটাভেটরের ফালে পড়ে যায় বিদ্যুৎ মাঝি। ফালে ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভাতাড় থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে ময়না তদন্তে পাঠায় পুলিশ। ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে পুলিশ।
Like Us On Facebook