আসন্ন বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে গতকাল। তৃণমূলের প্রার্থীর নাম ঘোষণা হতেই পশ্চিম বর্ধমানে পান্ডবেশ্বরের দান্য গ্রামে এক তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। গতকাল মধ্যরাত থেকে পান্ডবেশ্বরের দান্য গ্রামের তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য মুনির মণ্ডলের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানোর ঘটনা ঘটে বলে অভিযোগ।

মুনির বাবু জানান, প্রচন্ড আওয়াজ শুনে বাইরে বের হয়ে দেখি বাড়ির সামনে বোমার চিহ্ন। ঘটনাস্থলে পাওয়া গেছে একটা গুলির খোল ও একটা সকেট বোমার অংশ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পান্ডবেশ্বর থানার পুলিশ। মুনির মন্ডল জানান, এলাকার কিছু দুষ্কৃতী এই কাজ করেছে। এই নিয়ে তিনি পান্ডবেশ্বর থানায় অভিযোগ দায়ের করেছেন বলে তিনি জানান। তবে এই ঘটনায় বৈদ্যনাথপুর পঞ্চায়ের সদস্য অজয় ধীবর জানান, এটা বিরোধী দল বিজেপির কাজ। আমাদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য এটা করা হয়েছে। যদিও বিজেপির তরফে সুজন সূত্রধর জানান, এই ঘটনায় বিজেপির কোন হাত নেই। সুজনবাবু বলেন, ‘এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।’

Like Us On Facebook