.

বোমা তৈরির মশলা উদ্ধারের পর এবার ড্রাম ভর্তি বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ভাতাড়ের এরুয়ার গ্রামে। এরুয়ার গ্রামের ধামিস ক্যানেলপার এলাকা থেকে ড্রাম ভর্তি বোমা উদ্ধার করে পুলিশ। এরপর পুলিশ এলাকাটিকে ঘিরে দিয়ে খবর দেয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। তিন দিন আগে ভাতাড় থানার পুলিশ বোমার মশলা সহ তিন জনকে গ্রেফতার করেছিল। তৃণমূলের অভিযোগ এলাকায় অশান্তি পাকাতে এবং তৃণমূল নেতাকে খুনের জন্য বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই বোমা মজুত করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপির।

Like Us On Facebook