ভাতারের রাজিপুর গ্রামের মাঝিপাড়ায় একটি গোয়ালঘরের পাশ থেকে উদ্ধার হল ৫১টি তাজা বোমা। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতেই ভাতার থানার পুলিশের কাছে খবর আসে মাঝিপাড়ায় একটি জায়গায় মজুদ করা হয়েছে প্রচুর পরিমাণে বোমা। এরপরই পুলিশ গোটা এলাকাটিকে ঘিরে তল্লাশি শুরু করে।
বৃহস্পতিবার সকালে খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। এরপর দুর্গাপুর থেকে এদিন দুপুরে বম্ব স্কোয়াডের সদস্য সহ জেলা পুলিশ কর্তারা হাজির হন মাঝিপাড়ায়। স্থানীয় বাসিন্দা লালু সেখের খড়ের গাদা সরিয়ে দেখা যায় একটি টিন ও একটি প্লাস্টিকের জারের মধ্যে রাখা ৫১ টি তাজা বোমা। এরপর বোমাগুলিকে উদ্ধার করে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে সেগুলিকে নিষ্ক্রিয় করা হয়। তবে কারা বোমাগুলি রেখেছিল সে ব্যাপারে এদিন পুলিশ কিছু বলতে চায়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
Like Us On Facebook