ফাইল চিত্র

balibagan-bomb2বর্ধমানের ১৯নং ওয়ার্ডের বালিবাগান আমতলা এলাকা থেকে ৪টি বোমা উদ্ধার করল বর্ধমান থানার পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ স্থানীয় বাসিন্দারা দেখতে পান কিছু বোমা বাঁকা নদির ধারে কে বা কারা রেখেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা বর্ধমান থানায় ঘটনাটি জানান। বোমা পাওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় মানুষরা ভীড় জমান। স্থানীয় কাউন্সিলারও উপস্থিত হন। এরপর বর্ধমান থানার আইসি শান্তনু মিত্র সহ জেলা ডিআইবি দপ্তরের অফিসাররা ঘটনাস্থলে যান। দুপুর ২টা ২০মিনিট নাগাদ পুলিশ বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায় নিষ্ক্রিয় করার জন্য।