ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল ভাতাড় ব্লকের এরুয়ার গ্রাম পঞ্চায়তের রামপুর গ্রামে। ভাতাড় থানার পুলিশ একটি ব্যাগ থেকে ১১ টি বোমা উদ্ধার করে। গ্রামে একটি ঝোপের মধ্যে ব্যাগে রাখা ছিল বোমা। বোমা উদ্ধার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
তৃণমুলের অভিযোগ, বিজেপি এলাকায় সন্ত্রাস সৃষ্টির জন্য বোমা মজুদ করেছিল। বিজেপির পক্ষ থেকে পাল্টা দাবি করে বলা হয়, বিজেপি কর্মীদের ফাঁসানোর জন্যই তৃণমূল বোমাগুলি রেখেছে। উল্লেখ্য, কয়েকদিন আগে এরুয়ারে বোমাবাজি হয়, নবাবনগরে পুলিশের গাড়ি ভাঙচুর ও পুলিশের উপর হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। কোথা থেকে এল এতগুলো তাজা বোমা তা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে ভাতাড়ের ওড়গ্রাম এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরির সময় একটা ওয়ান শটার পাইপগান ও তিন রাউণ্ড গুলি সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?