মঙ্গলবার আসানসোলে দামোদরে তলিয়ে যাওয়া যুবকের দেহ বুধবার ভেসে উঠল দুর্গাপুরে। দামোদরের জলোচ্ছাস দেখতে এসে আসানসোলের কুমারপুর দেশবন্ধু পার্ক এলাকার বাসিন্দা অমিত আগরওয়াল বন্ধুদের সাথে হীরাপুরের ভুতাবুড়ি ঘাটে যায়। অসাবধনতায় অমিত দামোদরে পড়ে গেলে স্রোতের টানে নিখোঁজ হয়ে যায়। পুলিশ প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা অমিতের খোঁজে দামোদরে নামালেও প্রবল স্রোতের টানে দেহ বহুদুর ভেসে যাবে এই আশঙ্কা করেন উদ্ধারকারীরা। বুধবার দুর্গাপুরে দামোদরের ২ নং গেটে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ বিপর্যয় মোকাবিলা বাহিনীর সাহায্যে দেহটিকে তুলে আনে। ক্ষতবিক্ষত দেহটি আসানসোলের দামোদরে তলিয়ে যাওয়া অমিতের বলেই পুলিশের প্রাথমিক অনুমান।

Like Us On Facebook