অন্ডালের হরিপুর সিনেমা হলের পিছনের মাঠে শুক্রবার সকালে এক স্থানীয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়াল। জানা গেছে, মৃত ব্যক্তির নাম ব্রিজেশ ভুঁইয়া (৩৮)। মৃত ব্যক্তির নাকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে ডাবি পরিবারের।

মৃত ব্যক্তির ভাই আকাশ ভুঁইয়ার অভিযোগ, দাদাকে খুন করে মাঠে ফেলে দেওয়া হয়েছে। আকাশ ভুঁইয়া দাদার অস্বাভাবিক মৃত্যুর আসল রহস্য উন্মোচন করতে পুলিশী তদন্তের দাবি জানান। আকাশবাবু বলেন, ‘দাদা মানসিক ভারসাম্যহীন ভবঘুরে ছিলেন। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। শুক্রবার সকালে দাদার মৃতদেহ উদ্ধার হয় মাঠ থেকে।’ আকাশবাবুর দাবি, দাদার নাকে আঘাতের চিহ্ন রয়েছে এটা খুনের ঘটনা। ব্রিজেশ ভুঁইয়ার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।

Like Us On Facebook