সুরিন্দর সিং আলুওয়ালিয়ার জয়ে দুর্গাপুরের ক্ষতিই হল। উনি জিতেছেন, আবার মন্ত্রী হবেন, কিন্তু তাতে দুর্গাপুরের কোন লাভ হবে না বলে দাবি করলেন সুরিন্দর সিং আলুওয়ালিয়ার শ্যালক। বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার শ্যালক হলেন দুর্গাপুর পুরসভার তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ডের মেয়র পারিষদ অমিতাভ বন্দ্যোপাধ্যায় ওরফে জহর বন্দ্যোপাধ্যায়।

রাজনৈতিক ক্ষেত্রে শ্যালক ও জামাইবাবু দুই যুযুধান দলের শিবিরে রয়েছেন। সুরিন্দর সিং আলুওয়ালিয়ার আসানসোলে নিজস্ব পৈতৃক বাড়ি হলেও শ্বশুরবাড়ি হল দুর্গাপুরের গোপাল মাঠে। প্রচারের সময় গোপাল মাঠে শ্বশুরবাড়ির সামনে এলেও দলের শৃঙ্খলা মেনে তিনি শ্বশুরবাড়িমুখো হননি। উল্টে দলের অনুগত কর্মী প্রমাণে দুই নেতাই দুই দলের বিরুদ্ধে জনসভায় পরস্পরের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।

বৃহস্পতিবার সুরিন্দর সিং আলুওয়ালিয়ার জয়ের খবর আসতেই শ্যালক অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপি প্রার্থীর এই জয়ে দুর্গাপুরের প্রচুর ক্ষতি হয়ে গেল। উনি জিতে একবার দিল্লি গেলে আর ঘুরেও তাকাবেন না রুগ্ন এই শিল্পাঞ্চলের দিকে। এবার দেখবেন রুগ্ন শিল্পের নামে অ্যালয় স্টিল কারখানাও বন্ধ হয়ে যাবে।’ অমিতাভবাবু এদিন দীর্ঘশ্বাস ফেলে বলেন, ‘আমাদের দলের সাংসদ মুমতাজ সংঘমিতার কাছে যখন যেমন বাসস্ট্যান্ড, অ্যাম্বুলেন্স পেয়েছি সেই রকম মানুষের প্রয়োজনে চাইলেই আর পাব না।’

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook