দামোদরের জলে এক যুবকের মৃতদেহ ভাসতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়াল বৃহস্পতিবার সকালে। জানা গেছে ওই যুবকের নাম সৌনক নস্কর (২০), বাড়ী দুর্গাপুরের বেনাচিতির ৫৪ ফুট এলাকার শ্রীনগর পল্লীতে। পুলিশ সুত্রে জানা গেছে বুধবার সন্ধ্যায় সৌনক অভিমানবশত গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় সৌনকের বাড়ির লোক ফরিদপুর ফাঁড়ির দ্বারস্থ হন বৃহস্পতিবার সকালে দামোদরের জলে এক যুবকের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় মানুষ পুলিশে খবর দিলে পুলিশ সৌনককে শনাক্ত করে সৌনকের মৃতদেহটি উদ্ধার করে। সৌনকের পকেট থেকে একটি সুইসাইড নোট ও এক মহিলার ছবিও পুলিশ উদ্ধার করেছে বলে সূত্র মারফৎ জানা গেছে। প্রেম ঘটিত কারণেই সৌনক আত্মহত্যা করেছে বলে পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে। সন্দেহের অবসান ঘটাতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ সবদিক খতিয়ে দেখতে গোটা ঘটনার তদন্তে নেমেছে, এদিকে সৌনকের অকাল প্রয়াণে বেনাচিতির ৫৪ ফুট শ্রীনগর পল্লী এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Like Us On Facebook