অন্ডাল থানার উখরার জমিদার বাড়ি হান্ডা পরিবারের এক সদস্যের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে বুধবার সকালে উখরায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, মৃত ব্যক্তির নাম প্রদীপ কুমার লাল সিং হান্ডা। উখরার জমিদার বাড়ির এক বর্ষীয়ান সদস্য। প্রদীপবাবুর স্ত্রী কলকাতায় থাকেন। ছেলে ব্যাঙ্গালোরে থাকেন। উখরায় নিজের বাড়িতে একাই থাকতেন প্রদীপবাবু। বুধবার সকালে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় প্রদীপবাবুকে।
অন্ডাল থানার পুলিশ সূত্রে জানা গেছে, নিজের বন্দুক দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন উখরার এক সময়ের জমিদার বাড়ির সদস্য প্রদীপ কুমার হান্ডা। তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ মৃতের বাড়ি থেকে বন্দুক ও একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। সুইসাইড নোটটি প্রদীপবাবুরই লেখা কিনা এবং বন্দুকটির সম্বন্ধেও খোঁজখবর নিচ্ছে পুলিশ। হান্ডা পরিবারের লোকজনদের দাবি, মানসিক অবসাদে ভুগছিলেন প্রদীপবাবু।