.

দুর্গাপুরের সগড়ভাঙায় রাস্তার ধারের নয়ানজুলিতে এক ব‍্যক্তির মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়াল বৃহস্পতিবার। জানা গেছে, মৃত ব্যক্তির নাম বুধন হাজরা। সগড়ভাঙা গ্রামের বাসিন্দা। দুর্গাপুর ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মী বুধনবাবু বুধবার রাতে পাড়ার এক বৃদ্ধের মৃতদেহ দাহ করতে স্থানীয় বীরভানপুর শ্মশানে যান। দাহ করে আর বাড়ি ফেরেননি বুধনবাবু। বৃহস্পতিবার সকালে সগড়ভাঙা এফসিআই গেটের কাছে রাস্তার ধারের নয়ানজুলিতে বুধনবাবুর মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় মানুষ কোকওভেন থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। রহস‍্য উদ্ঘাটনে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

Like Us On Facebook