দুদিন ধরে নিখোঁজ থাকার পর পুকুর থেকে উদ্ধার হল প্রতিভাবান ফুটবল খেলোয়াড়ের দেহ। মৃতের নাম মানিক টুডু (২৪)। বাড়ি মেমারি থানার সিমলা গ্রামে। তিনি মোহনবাগান ক্লাবের হয়ে জুনিয়ার টিমে কয়েক বছর ফুটবল খেলেছেন। খুনের সাথে যুক্ত থাকার অভিযোগ তুলে মৃতের বন্ধু উত্তম রায়ের বাড়িতে ভাঙচুর ও বাড়ির জিনিসপত্র উঠোনে ফেলে দিয়ে আগুন লাগানোর অভিযোগ মৃতের আত্মীয় ও গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে বর্ধমান সদর দক্ষিণ মহকুমা পুলিশ আধিকারিক আমিনুল ইসলাম খানের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন মানিক টুডু। শুক্রবার মেমারি থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়। শনিবার রাতে গ্রামেরই পুকুর থেকে মানিক টুডুর দেহ পাওয়া যায়। এরপরই মানিককে খুন করা হয়েছে অভিযোগে তাঁর বন্ধু উত্তম রায়ের বাড়িতে ভাঙচুর ও বাড়ির জিনিসপত্রে আগুন লাগিয়ে দেয় মৃতের আত্মীয় ও গ্রামবাসীদের একাংশ বলে অভিযোগ।
এদিকে, মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। গ্রামে উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। যদিও খুনের অভিযোগ অস্বীকার উত্তম রায়ের পরিবারের।