মঙ্গলবার সকালে মেমারি ২ নং ব্লকের বোহার ১ নং গ্রাম পঞ্চায়েতের রুকাশপুরে বাঁকা নদীতে এক নৌকাডুবির ঘটনা ঘটে। হতাহতের কোন খবর নেই। স্থানীয়দের দাবি নৌকা ডুবে যাওয়ায় কুড়ি জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। প্রায় দশটি সাইকেল নদীতে নৌকার সাথে ডুবে গেছে।

বর্ষা শুরুর মুখেই বাঁকা নদী জলে পরিপূর্ণ। এদিন মেমারি থেকে কিছু খেতমজুর ধান রোয়ার কাজে নৌকা করে মন্তেশ্বর আসছিল। আসার পথে সাতসকালে নৌকাডুবির ঘটনা ঘটে। এই ঘটনা ঘটার পরে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। ওই নৌকার মধ্যে স্থানীয় কোন যাত্রী ছিল কিনা খোঁজাখুঁজি শুরু হয়। ঘটনাস্থলে পুলিশ, জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত হয়ে উদ্ধার কাজে তদারকি করতে শুরু করেন।

এই নৌকাডুবির ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বাসিন্দাদের বলেন, আমরা দীর্ঘদিন ধরে বাঁকা নদীর উপর পাকা সেতুর দাবি করে আসছি কিন্তু সরকারের তরফ থেকে কোন প্রকার সদুত্তর মেলেনি আজও। বাম আমলেও আমাদের দাবি ছিল এই এলাকায় বাঁকা নদীর উপর সেতু তৈরির, কিন্তু সরকার পরিবর্তনের পরেও কোনো সুরাহা হয়নি এখনও পর্যন্ত। স্থানীয়দের দাবি, মন্তেশ্বর ব্লকের জামনা অঞ্চলের মরাইপিরি গ্রাম ও অন্যদিকে মেমারি ২ নম্বর ব্লকের বোহার গ্রাম পঞ্চায়েতের রুকাশপুর গ্রাম। এই দুই গ্রাম পঞ্চায়েতের মাঝ বরাবর বাঁকা নদীটি বয়ে চলেছে।

ডুবে যাওয়া নৌকার মাঝি অপূর্ব বাগ জানিয়েছেন যে নৌকাতে ২০ জন যাত্রী ছিলেন সকলকেই উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, আমরা নৌকাতে ১৫ থেকে ২০ জন যাত্রী তুলে থাকি। নদীতে জল বৃদ্ধি পাওয়ায় খুব স্রোতে নৌকাটি হঠাৎই উল্টে যায়। সাবধান থাকা সত্ত্বেও আমরা সামলাতে পারিনি। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি রুকাশপুর ও জামনার মাঝে বাঁকা নদীতে পাকা সেতুর খুবই প্রয়োজন। স্থানীয় বিধায়ক সৈকত পাজা জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।


Like Us On Facebook