রক্তের সঙ্কট মেটাতে কাঁকসার ডাকবাংলো মনোজপল্লী অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কাঁকসায় রক্তদান শিবিরের আয়োজন করা হল। এদিন রক্তদান শিবিরে প্রায় ৬০ জন রক্তদাতা রক্তদান করেন। এদিন রক্তদান শিবিরের সূচনা করেন কাঁকসা ব্লক তৃণমূল সভাপতি দেবদাস বক্সী, এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহ-সভাধিপতি সমীর বিশ্বাস সহ তৃণমূলের কর্মী সমর্থকরা। তৃণমূল কর্মী হ্যাপি রাও জানিয়েছেন, করোনা আবহে যাতে রক্তের সঙ্কট দেখা না দেয়, সেই উদ্দেশ্যেই তাঁরা রক্তদান শিবিরের আয়োজন করেছেন। এদিন স্বেচ্ছায় প্রায় ৬০ জন রক্তদাতা রক্তদান করেছেন। প্রয়োজনে তাঁরা আগামী দিনে আবারও রক্তদান শিবিরের আয়োজন করবেন বলে জানিয়েছেন।

Like Us On Facebook