কালীপুজো উপলক্ষ্যে শুক্রবার কাঁকসা থানা প্রাঙ্গণে ও কাঁকসা মলানদিঘি ফাঁড়ি মিলে মোট ৪০০জন দুঃস্থ মানুষকে শীত কম্বল বিতরণ করা হয়। কাঁকসা থানা প্রাঙ্গণে এদিন কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসা থানার ভারপ্রাপ্ত আইসি অর্ণব গুহ, কাঁকসার এসিপি শ্রীমন্ত ব্যানার্জী, পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহ সভাপতি সমীর বিশ্বাস, কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্য্য, কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি সুদীপ রায়, কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য দেবদাস বক্সী সহ বিশিষ্টজনেরা।

কাঁকসা থানার ভারপ্রাপ্ত আইসি অর্ণব গুহ জানিয়েছেন, বহু প্রাচীন পুজো কাঁকসা কংঙ্কেশ্বরী কালি মন্দিরের পুজো। প্রতি বছর নানান অনুষ্ঠান করা হতো। করোনার জন্য সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে। সেই খরচের টাকায় মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাঁকসার ৭টি পঞ্চায়েত এলাকার ৫০জন করে দুঃস্থ মানুষকে ও অসহায় বয়স্কদের নিয়ে যে ‘নমন’ কর্মসূচি চালু করা হয়েছে তাঁদের কেও ৫০টি শীত কম্বল বিতরণ করা হয়। আগামী দিনে পুজো উপলক্ষ্যে রক্তদান শিবির সহ নানান সমাজসেবা মূলক কাজের উদ্যোগ নেওয়া হয়েছে।

Like Us On Facebook