জামুড়িয়ার একটি কারখানা কর্তৃপক্ষ কারখানায় ব্যবহারের জন্য হলদিয়ার ভারত পেট্রোলিয়াম লিমিটেড থেকে ব্ল্যাক ফার্নেস অয়েল আনার জন্য কারখানার এক নিরাপত্তা রক্ষীকে পাঠায়। নিরাপত্তা রক্ষী পবন কুমার ঝা হলদিয়া থেকে চালক ও খালাসি সহ একটি ট্যাঙ্কারে ব্ল্যাক ফার্নেস অয়েল নিয়ে জামুড়িয়ার উদ্দেশ্যে রওন হন ১৬ অক্টোবর দুপুরে। ট্যাঙ্কারে করে হলদিয়া থকে ব্ল্যাক ফার্নেস অয়েল নিয়ে ফেরার পথে ১৭ অক্টোবর সন্ধ্যা থেকে গাড়িতে থাকা নিরাপত্তা রক্ষী পবন কুমার ঝা নিখোঁজ হয়ে যান। ১৭ অক্টোবর সন্ধ্যার পর থেকে পবনের সঙ্গে আর মোবাইলে যোগাযোগ করা যায়নি বলে জানা গেছে। কিন্তু সেদিন রাত দশটা পর্যন্ত গাড়ির চালকের ফোন চালু ছিল এবং তাও পরবর্তী সময়ে বন্ধ হয়ে যায় বলে জানা গেছে।
উদ্বিগ্ন পবনের পরিবার কারখানা কর্তৃপক্ষকে বিষয়টি জানালে কারখানা কর্তৃপক্ষ জামুড়িয়া থেকে তেলের ট্যাঙ্কার, চালক ও নিরাপত্তা রক্ষীর খোঁজে জাতীয় সড়ক ধরে সন্ধান শুরু করেন। কাঁকসার রাজবাঁধের কাছে জাতীয় সড়কের ধারে খালি ট্যাঙ্কারটি পড়ে থাকতে দেখেন কারখানার কর্মীরা। ট্যাঙ্কারটিতে কোন তেল ছিল না। গাড়িতে গাড়ির চালক উদয় কুমার ঝা, খালাসি বা নিরাপত্তা রক্ষী পবন কুমার ঝা ছিলেন না। গাড়িতে রক্তের দাগও পাওয়া যায় বলে জানা গেছে।
এরপরেই কাঁকসা থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্তে নেমে রাজবাঁধ এলাকা থেকে ট্যাঙ্কারের চালককে গ্রেফতার করে শুক্রবার। শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে তাকে হাজির করলে আদালত ধৃতের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। পুলিশ প্রাথমিকভাবে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, নিরাপত্তা রক্ষী পবন কুমার ঝাকে গাড়ির চালক লোহার রড দিয়ে মাথায় আঘাত করে মৃতদেহটি কম্বল দিয়ে মুড়ে কোন ব্রিজ থেকে জলে ফেলে দেয়। গাড়ির খালাসিও নিখোঁজ আছে। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।