জয়ের আনন্দে বিজয় মিছিলকে ঘিরে যাতে এলাকায় কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই কাঁকসার বিজেপি কর্মীরা লোকসভা নির্বাচনে দুর্গাপুর সহ সারা দেশে বিজেপির বিপুল সাফল্যের আনন্দে প্রচন্ড গরমে পথচলতি মানুষদের সুস্বাদু সরবৎ খাওয়ালেন।
রবিবার বিজেপি কর্মীরা কাঁকসার বাঁশকোপায় জাতীয় সড়কের উপর টোল প্লাজায় বিজয় মিছিলের আনন্দ উপভোগ করলেন পথচলতি মানুষদের সরবৎ খাইয়ে। এদিন বাঁশকোপায় জাতীয় সড়কের উপর টোল প্লাজায় বিভিন্ন গাড়ি, বাস সহ সমস্ত ধরণের যানবাহনের চালক ও আরোহীদের হাতে সরবৎ তুলে দেন বিজেপির দলীয় কর্মীরা। গরমের আবহে রাস্তায় ঠান্ডা সরবত পেয়ে মানুষজনও খুশি হয়ে তা গলাধকরণ করলেন।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?
Like Us On Facebook