আসন্ন লোকসভা নির্বাচনের দেওয়াল লিখনকে কেন্দ্র করে কাঁকসায় বিডিও কার্যালয়ের সামনে স্থানীয় বিজেপি কর্মীরা সোমবার সকালে খোল করতাল নিয়ে কীর্তন করে বিক্ষোভ দেখালো। পরে কাঁকসা থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং বিক্ষোভকারীরা বিডিও কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেন।
পানাগড়ের স্থানীয় বিজেপি নেতা রমন শর্মার অভিযোগ, ‘তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃত ভাবে লোকসভা নির্বাচনে অশান্তি সৃষ্টি করতে ভগবান রামচন্দ্রের নামে দেওয়াল লিখন করছে। বিজেপি কর্মীরা খালি পেটে রাম নাম করবে কি করবে না তা কি তৃণমূল কংগ্রেসের কাছে শিখতে হবে নাকি? আমরা এর প্রতিবাদে বিডিও কার্যালয়ের সামনে খোল করতাল নিয়ে কীর্তন সহযোগে শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ দেখাচ্ছি।’
স্থানীয় সূত্রে জানা গেছে, কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর পঞ্চায়েতের দোমড়া এলাকায় শাসক দলের কর্মীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একটি দেওয়াল লিখন করে। সেই দেওয়াল লিখনকে কেন্দ্র করে সোমবার স্থানীয় বিজেপি কর্মীরা বিডিও কার্যালয়ের সামনে খোল করতাল নিয়ে কীর্তন সহযোগে বিক্ষোভ দেখায়।