রাজ্যজুড়ে শিশুচুরি ও দুর্নীতির বিরুদ্ধে সোমবার বিজেপি বর্ধমান জেলা কমিটির উদ্যোগে কার্জন গেটে প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই সমাবেশকে ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। রাজ্যজুড়ে শিশুচুরি ও দুর্নীতি নিয়ে এদিন দিলীপ ঘোষ রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য রাখেন। তিনি বলেন,”সেনারা টাকা তোলে না সেনারা দেশের সেবা করে টাকা তোলে পুলিশ।” রাজ্য কমিটির সদস্য অঞ্জন মুখার্জী বলেন,”কাটোয়া, আউসগ্রাম, মেমারি ও গুসকরা থেকে প্রায় ৫০০ সিপিএম কর্মী বিজেপিতে যোগ দিলেন।” সন্দীপ নন্দী সহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ এই সমাবেশে উপস্থিত ছিলেন।

bjp-bwn2bjp-bwn3