বর্ধমানের টাউনহলে দু’দিন ব্যাপী বিজেপির রাজ্য কার্যকারিণী সভা শুরু হল। উপস্থিত আছেন রাজ্যের সব জেলার পদাধিকারীরা। এছাড়াও উপস্থিত আছেন লকেট চট্টোপাধ্যায়, জয়প্রকাশ নারায়ণ। পঞ্চায়েত নির্বাচনই যে বিজেপির পাখির চোখ সভাতে ঢোকার আগে সাংবাদিকদের জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানান, বিজেপিতে বিভিন্ন দল থেকে নেতা কর্মীরা যোগ দিচ্ছেন। যোগ দিচ্ছেন সাধারণ মানুষ। বাদ যাচ্ছে না শাসক শিবিরও। লকেট চট্টোপাধ্যায় জানান, অমিত শাহ রাজ্যে আসার পর বিজেপিকে নিয়ে উৎসাহ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে।
Like Us On Facebook