আসানসোলের ৮১ নম্বর ওয়ার্ডের রামবাঁধ এলাকায় ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর নামাঙ্কিত একটি লাইব্রেরিতে ১৫ আগস্ট ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। স্থানীয় বিজেপির পক্ষ থেকে হিরাপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে। ঘটনার প্রতিবাদে ১৬ আগস্ট ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে হিরাপুর থানায় বিক্ষোভ দেখান স্থানীয় বিজেপি নেতৃত্ব।
সোমবার বিজেপি রাজ্য নেতা পবন সিং ও আসানসোল জেলা আইটি সেলের প্রধান সন্তোষ কুমার বর্মার নেতৃত্বে বিজেপির নেতা-কর্মীরা ফের হিরাপুর থানায় বিক্ষোভ দেখান। বিজেপি নেতৃত্বের অভিযোগ ভাঙচুরে জড়িত দুষ্কৃতীরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে এবং বিজেপি কর্মীদের হুমকি দিচ্ছে। বিজেপির পক্ষ থেকে দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানানো হয়।