লোকপাল প্রস্তুত। লোকপালের চেয়ারম্যান পদে বসেছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি। লোকপালের অধীনে আমরা সকলেই রয়েছি। তাই আমি চোর না ব্যানার্জী পরিবার চোর সেই তদন্তের জন্য নির্বাচনের পর আমি ব্যানার্জী পরিবারের হিসাব বহির্ভূত সম্পতি নিয়ে তদন্তের জন্য আবেদন করব লোকপালে। সোমবার দুর্গাপুর থানায় দাঁড়িয়ে একথা বললেন তৃণমূল কংগ্রেস থেকে বহিস্কৃত বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ তথা ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ।
দলবদলের পরই তাঁর বিরুদ্ধে বাঁকুড়ার বিভিন্ন থানায় আর্থিক প্রতারণা ও হিসাব বহির্ভূত সম্পদ করার অপরাধে একাধিক মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেন সৌমিত্র খাঁ। বাঁকুড়ার থানায় তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে তাই দুর্গাপুর থানায় সৌমিত্র খাঁকে ডেকে তদন্তকারী অফিসার জিজ্ঞেসাবাদ করেন সোমবার। গত ৪ মার্চও তাঁকে দুর্গাপুর থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। হাইকোর্টের নির্দেশে তাঁকে দুর্গাপুর থানায় তদন্তকারী অফিসারকে সব রকম সাহায্য করতে হচ্ছে বলে জানান সৌমিত্র খাঁ। সৌমিত্র খাঁ বলেন, ‘দলবদলের পর আমার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। আমাকে যে ভাবেই হেনস্থা করে আটকানোর চেষ্টা করা হোক, আমি বিষ্ণুপুর থেকে জিতে প্রমাণ করব বিষ্ণুপুরের মানুষ আমার সঙ্গেই আছেন।’
বিষ্ণুপুর কেন্দ্রে প্রচার শুরুর প্রাক্কালে সৌমিত্র খাঁকে থানায় ডেকে ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করার প্রসঙ্গে সৌমিত্র খাঁ বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশে তদন্তকারী অফিসারকে সহযোগিতার জন্য আমাকে থানায় আসতেই হবে। তবে তদন্তকারী অফিসার আমার সঙ্গে ভাল ব্যবহার করছেন। আমি পুলিশ অফিসারদের কোন দোষ দেব না। তাঁরা কেবলমাত্র ডিউটি করছেন। তবে নির্বাচনের সময় রাজনৈতিক একটা যড়যন্ত্রের শিকার তো হচ্ছি একথা বলার অপেক্ষা রাখেনা।’