ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু আসানসোলের যুবকের। মৃতের নাম সৈরেন হরিজন (৩৬)। সালানপুরের জামিরকুড়ি গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার তাঁর মৃতদেহ বাড়িতে পৌঁছয়। সৈরেন সহ কয়েকজন ঠিকা সংস্থার হয়ে জম্মু ও কাশ্মীরে কাজে গিয়েছিলেন।
মৃতদেহ সঙ্গে করে নিয়ে আসা মৃতের এক সহকর্মী জানান, কাজ করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সৈরেন। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাস তিনেক আগে আসানসোলের সালানপুর থানার কল্যাণেশ্বরী এলাকার জামিরকুড়ি গ্রামের সৈরেন হরিজন একটি ঠিকাদারি সংস্থার হয়ে কাশ্মীরে কাজ করতে গিয়েছিলেন। কয়েকদিন আগে ওই ঠিকাদার সংস্থার পক্ষ থেকে সৈরেনের পরিবারকে মৃত্যুর খবর দেওয়া হয়। বৃহস্পতিবার তাঁর মৃতদেহ বাড়িতে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন পরিজনেরা।
ঠিকা সংস্থার হয়ে সৈরেনের সঙ্গেই জম্মু ও কাশ্মীরে কাজে গিয়েছিলনে নিয়ামতপুর বাসিন্দা রাজেশ তেওয়ারি। কাজ করতে করতে অসুস্থ হয়ে মারা যায় সৈরেন। তাঁর মৃতদেহ নিয়ে বাড়ি ফিরেছেন রাজেশ। তিনি আর কাজে ফিরে যাতে চাইছেন না। সৈরেনের সহকর্মী রাজেশ তেওয়ারি ঠিকাদার সংস্থার হয়ে কাজ করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, সেখানে আমরা খুবই কষ্টে ছিলাম আমি আর ফিরে যাবো না কাজে। ঠিকা সংস্থা শ্রমিকদের চার মাসের চুক্তিতে নিয়ে গিয়েছিল। চার মাসের আগে সেখান থেকে ফিরে আসার কোন উপায় ছিল না। আমাদের আপেল তুলতে হবে বলে নিয়ে গিয়ে সেখানে বরফ ভাঙার কাজ করাতো। আমানুষিক পরিশ্রমের কাজ। আমি আমার জামা কাপড় ওখানে ফেলে রেখে সৈরেনের মৃতদেহের সঙ্গে চলে এসেছি। আমি আর কখনও ওখানে ফিরে যাব না।