বাইক ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল ২ যুবকের। ঘটনায় আহত হয়েছেন আরও এক যুবক। মৃতদের নাম সেখ ইসরাইল(২৮) ও নিবারণ মণ্ডল (২৬)। সকলেই শক্তিগড় এলাকায় থাকেন।
জানা গেছে, শনিবার রাতে বাইক নিয়ে মেমারির চোটখণ্ডে ঝাপানের মেলা দেখতে গিয়েছিলেন তাঁরা। মেলা দেখে ফেরার পথে রসুলপুরে জিটি রোডে তঁদের বাইকের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তাঁদের উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ইসরাইলকে মৃত ঘোষণা করেন। আঘাত গুরুতর হওয়ায় বাকি দু’জনকে বর্ধমানের অনাময় হাসপাতালে পাঠানো হয়। সেখানেই মৃত্যু হয় নিবারণের। সেখ জিয়ারুল নামের অপর আহত অনাময় হাসপাতালে চিকিৎসাধীন।
Like Us On Facebook