জন্মের পর থেকে দ্রুত বেড়েই চলেছে ৫ মাসের ছোট্ট শিশুর মাথার টিউমার। ৫ মাস বয়সেই তার মাথার টিউমারের ওজন গিয়ে দাঁড়িয়েছে প্রায় ৫ কেজি। আর এই ঘটনায় অথৈ জলে পড়েছেন গলসির বাবলা গ্রামের বাসিন্দা কাজিবুল সেখ এবং তার স্ত্রী মেহেরুন খাতুন।

পেশায় দিনমজুর কাজিবুল সেখের দুটি কন্যা সন্তান। বড় মেয়ে লক্ষ্মী খাতুন গলসির সারদাপীঠ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে। ৫ মাসের ছোট মেয়ে বেবি মেহেরুন খাতুনের জন্ম হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সিজার করে। জন্মের কিছুদিন পর থেকেই তার মাথার বাইরে একটু একটু করে বাড়তে থাকে টিউমার। বর্তমানে যার ওজন প্রায় ৫ কেজি। ফলে ছোট্ট শিশুকে নিয়ে চরম সমস্যায় পড়েছেন তাঁরা।

কাজিবুল সেখ জানিয়েছেন, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা এই টিউমার অপারেশনের জন্য তাদের কলকাতার পিজিতে পাঠিয়ে দিয়েছেন। তাঁরা সেখানেও গিয়েছিলেন। সেখানকার ডাক্তাররা বেশ কিছু পরীক্ষা করার কথা লিখেও দিয়েছেন। কিন্তু তাঁদের সেই পরীক্ষা নিরীক্ষা করার মতও আর্থিক সামর্থ্য নেই। কিভাবে ওই ছোট্ট শিশুকে বাঁচাবেন তা বুঝে উঠতে পারছেন না। নিজস্ব জমি জায়গাও কিছু নেই যা বেচে দিয়ে শিশুর চিকিৎসা করাতে পারেন। স্থানীয় পঞ্চায়েতের সহযোগিতায় ইন্দিরা আবাস যোজনার একটি ঘরেই তাদের সবকিছু। এখন কিভাবে কি করবেন ভেবে উঠতে পারছেন না।

Like Us On Facebook