রবিবার বিশাল আকারের মাগুর মাছ ধরা পড়লো বুদবুদের রণডিহায়। শনিবারও ধরা পড়ে বিশাল পাঁচটি মাগুর মাছ। মৎস্যজীবীদের আশা, এবার বর্ষায় মাছ বিক্রি করে ভালো লাভের মুখ দেখবেন তাঁরা।
শনিবার দামোদর নদ থেকে পাঁচটি বিশাল আকারের মাগুর মাছ ধরা পড়ে বুদবুদে যেগুলির ওজন প্রায় কুড়ি থেকে পঁচিশ কেজির মত। এবং রবিবারও দুটি একি রকম বড় মাগুর পান মৎস্যজীবীরা। এছাড়াও বেশ কিছু শোল মাছ ও অন্যান্য মাছ মিলে বেশ ভালো রোজগার হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা। পানাগড় বাজারে মাছগুলি আনলে রীতিমত ভিড় জমে যায় এলাকায়। মৎসজীবীদের অনুমান এই বছর ভালো লাভের মুখ দেখবেন তাঁরা।
Like Us On Facebook