ভাতাড়ের বলগোনা স্টেশন সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ হওয়া শিশু উদ্ধার হল বর্ধমান স্টেশন থেকে। ভাতাড় পুলিশের তৎপরতায় নিখোঁজ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই শিশুটিকে ভাতাড় থানার পুলিশ উদ্ধার করে পরিবারের আতে তুলে দিল। পুলিশের ভূমিকায় খুশি ভাতাড়ের মানুষজন। তাঁরা ধন্যবাদ জানিয়েছেন ভাতাড় থানার পুলিশকে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাতটা নাগাদ ভাতাড়ের বলগোনা স্টেশন এলাকা থেকে নিখোঁজ হয়ে যায় শুভজিৎ বিশ্বাস নামে সাত বছরের এক শিশু। তার বাড়ি বলগোনা রেল স্টেশন সংলগ্ন এলাকায়। পরিবারের তরফ থেকে ভাতাড় থানায় জানানো হয় বিষয়টা। বাচ্চাটির কাছেই ছিল বাড়ির মোবাইল ফোন। সেই মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ বর্ধমান স্টেশন থেকে বাচ্চাটিকে উদ্ধার করে এবং তুলে দেওয়া হয় পরিবারের হাতে। শুভজিৎকে ফিরে পেয়ে খুশি পরিবারের মানুষজন।
বাচ্চাটি জানিয়েছে, সে বলগোনা স্টেশন থেকে ট্রেন ধরে বর্ধমান চলে যায়। তারপর সে রাস্তা ঠিক করতে পারছিল না, পুলিশ তাকে নিয়ে আসে ভাতাড় থানায়। বাচ্চাটির পিসিমা অঞ্জনা বিশ্বাস বলেন, ‘কিছুদিন আগেও আমার ভাইপো হারিয়ে গিয়েছিল। বারবার সে কেন ঘর থেকে পালিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। ভাতার থানার পুলিশকে অনেক ধন্যবাদ আমার ভাইপোকে দ্রুত ফিরিয়ে দেওয়ার জন্য।’