সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে জামাইষষ্ঠীর সকালে স্বমহিমায় ফিরল বেনাচিতি বাজার। এদিন সকাল থেকেই ক্রেতাদের আনাগোনায় জামাইষষ্ঠীর বাজার জমে ওঠে। তিনদিন পর বাজার খোলায় ব্যবসায়ীরাও খুশি। শুক্রবার বিকেল থেকেই বেনাচিতির মাছ, ফল ও সব্জি বাজার খুলতে শুরু করায় জামাই আপ্যায়ণে কোন ত্রুটি রাখলেন না দুর্গাপুরের শাশুড়িরাও। বাজার খোলা নিয়ে গত কয়েকদিনের টানাপোড়েনে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল দুর্গাপুরবাসীর।

উল্লেখ্য, ব্যবসায়ীরা পুলিশের তোলাবাজি ও পুলিশের অভিযানের বিরুদ্ধে সোচ্চার হয়ে তিনদিন ব্যবসা বন্ধ করে আন্দোলন শুরু করেন। মাছ ব্যবসায়ীদের সঙ্গে বাজারের ফল ও সব্জি ব্যবসায়ীরাও‌ বন্‌ধে সামিল হয়েছিলেন। ফলে একদিকে বিক্রেতা অন্যদিকে ক্রেতা উভয়েই চরম দুর্ভোগে পড়েন। পুলিশ ও ব্যবসায়ীদের মধ্যে টানাপোড়েনের মাঝে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি জিতেন্দ্র তিওয়ারির মধ্যস্থতায় শুক্রবার বাজার খোলার সিদ্ধান্ত নেন ব্যবসায়ীরা।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?


Like Us On Facebook