করোনা ভাইরাস সংক্রমণের জেরে চিন জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে চিনের উহানে গিয়ে গৃহবন্দি হয়ে পড়লেন বর্ধমানের গবেষক। গবেষক সাম্য কুমার রায় বর্ধমানের কালীবাজারের বাসিন্দা। এই ঘটনায় উৎকন্ঠায় রয়েছে সাম্যবাবুর গোটা পরিবার।
জানা গেছে, গত বছর চিনের উহান বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরেট করতে যান সাম্যবাবু। ডিসেম্বরে ৪৫ দিনের ছুটির পর গত ২২ জানুয়ারি তিনি চিনে পৌঁছন। পৌঁছনোর পরই কার্যত তিনি গৃহবন্দি হয়ে রয়েছেন। গবেষক ভিডিও কলিংয়ের মাধ্যমে জানিয়েছেন, চিনের পরিস্থিতি ভয়াবহ। বাজার, ক্যান্টিন বন্ধ। চলছে না ট্রেন, বন্ধ এয়ারপোর্ট। চিনের বেশ কিছু শহরের মতো গোটা উহান শহরও লকডাউন। বিশ্ববিদ্যালয়ের একটি ক্যান্টিন খোলা আছে, সেখানেও আতঙ্কে কেউ যাচ্ছে না। ভয়ে ঘরের বাইরে কেউ বের হচ্ছে না। এই আতঙ্কের পরিবেশে সাম্যবাবু চাইছেন দ্রুত দেশে ফিরতে। সরকারের কাছে সাম্যবাবু ও তাঁর পরিবারের আবেদন, সরকার উদ্যোগ নিয়ে তাঁর ছেলে সহ সবাইকে ফেরত আনার ব্যবস্থা করুক। জানা গেছে, ভারত সরকার চিন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে।