পরীক্ষা খারাপ হয়েছে তাই রেজাল্ট খারাপ হবে এই আশঙ্কায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের গোলাহাট মোড় এলাকায়। মৃত ছাত্রের নাম তৌসিক মন্ডল(১৭)। সে বর্ধমান বিদ্যার্থী বয়েজ উচ্চবিদ্যালয়ের ছাত্র। আদি বাড়ি রায়নার নতু এলাকায় হলেও পড়াশোনার সুবিধার্থে তৌসিক মন্ডল তার দিদির সাথে গোলাহাট মোড় এলাকায় থাকত।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল তৌসিক বায়োলজিক্যাল সায়েন্স বিষয়ে পরীক্ষা দিয়ে বাড়িতে এসে জানায় পরীক্ষা ভাল হয় নি। সেই নিয়ে তার মন খারাপের কথা পরিবারের সদস্যদেরও জানায়। সেই সময় পরিবারের সকলেই তাকে আস্বস্তও করেন। এরপর বৃহস্পতিবার সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে তৌসিক। পরে বর্ধমান থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেলে পাঠায়।