.

বৃহস্পতিবার দুপুর ২ টো নাগাদ বর্ধমান আদালতে আত্মসমর্পণ করেন দিলীপ ঘোষ। তার পরই তাঁকে জামিন দেয় বর্ধমান আদালত। অভিযোগ, ২০১৯ সালের ৪ নভেম্বর রায়নায় এক জনসভা থেকে পুলিশকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেন দিলীপ ঘোষ। সেই দিনই দিলীপ ঘোষের বিরুদ্ধে রায়না থানায় অভিযোগ করেন রায়নার এক বাসিন্দা। অভিযোগের পরিপেক্ষিতে রায়না থানায় ভারতীয় দণ্ডবিধির ১৫৩, ৫০৪ ও ৫০৫(১) ধারায় মামলা শুরু করে পুলিশ। ২০২০ সালের ফ্রেবুয়ারি মাসে দিলীপ ঘোষকে পলাতক দেখিয়ে চার্জশিট পেশ করে পুলিশ। তারপর দিলীপ ঘোষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বর্ধমান আদালত। এরপরই আজ বর্ধমান আদালতে এসে আত্মসমর্পণ করেন দিলীপবাবু। ২০০০ টাকার ব্যক্তিগত বণ্ডে দিলীপবাবুর জামিনের আবেদন মঞ্জুর করে বর্ধমান আদালত।

Like Us On Facebook