ফাইল চিত্র

পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ দেওয়ার মামলায় বিজেপির রাজ্য সভাপতি তথা সংসদ সদস্য দিলীপ ঘোষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় আজ বৃহস্পতিবার বর্ধমান আদালতে হাজির হচ্ছেন দিলীপবাবু। জানা গেছে, বৃহস্পতিবার তিনি দলীয় সমর্থকদের সঙ্গে নিয়েই আদালতে হাজির হবেন। বিজেপি সূত্রে জানানো হয়েছে, এদিন দুপুর ১২টা নাগাদ বর্ধমান শহরের উল্লাস মোড় থেকে মিছিল করে দিলীপবাবুকে বর্ধমান আদালতে নিয়ে আসবেন দলীয় সমর্থকরা।

উল্লেখ্য, এই মামলায় বিজেপির রাজ্য সভাপতিকে পলাতক দেখিয়ে আদালতে চার্জশিট পেশ করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আবেদন জানান তদন্তকারী অফিসার। সেই আবেদন মঞ্জুর করে আদালত। আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৪ নভেম্বর রায়না থানার সেহারা বাজারে সি কে ইনস্টিটিউশন মাঠে বিজেপির সভা ছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে দিলীপবাবু বলেন, তাঁবেদারি না করলে পুলিশের চাকরি মেলেনা। টাকা না দিলে পুলিশের চাকরি মেলেনা। প্রমোশনের জন্যও টাকা দিতে হয়। এসপি থেকে ওসি পর্যন্ত সবাইকে টাকা তুলতে হয়। সেই টাকার বান্ডিল কালীঘাট পর্যন্ত যায়। এ ধরণের আরও কিছু মন্তব্য করেন তিনি। ঘটনার বিষয়ে সেহারা বাজার ফাঁড়ির এক পুলিশ কর্মী অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, এ ধরণের মন্তব্যের ফলে পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। কটূক্তি ও নোংরা ভাষা প্রয়োগের ফলে সাধারণ মানুষের কাছে পুলিশের সম্পর্কে ঘৃণা তৈরি হয়েছে। ঘটনার পর মানুষ পুলিশ সম্পর্কে খারাপ মন্তব্য করছে। অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ১৫৩, ৫০৪ ও ৫০৫(১) ধারায় মামলা রুজু হয়। তদন্ত সম্পূর্ণ করে এ বছরের ২৮ ফেব্রুয়ারি চার্জশিট পেশ করেন সেহারা বাজার ফাঁড়ির অফিসার ইনচার্জ উত্তাল সামন্ত। বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানান তদন্তকারী অফিসার। সেই আবেদন মঞ্জুর করেন সিজেএম।

Like Us On Facebook