বেতন বৃদ্ধি, সঠিক পরিকাঠামো সহ একাধিক দাবিতে অল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন বুধ ও বৃহস্পতিবার ধর্মঘটের ডাক দিয়েছিল। ব্যাঙ্ক কর্মী সংগঠনের ডাকে গতকাল থেকে দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট চলছে। ব্যাঙ্ক ও এটিএম পরিষেবা বন্ধ ছিল। দু’দিন ধরে গ্রাহকদের নাকাল অবস্থা চলেছে।
দুর্গাপুরেও ব্যাঙ্ক ধর্মঘটের প্রভাব পড়েছে গ্রাহকদের উপর। বুধবার দুর্গাপুরের ভিড়িঙ্গী এলাকায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকলেও এটিএমগুলি শাসক দলের কর্মীরা গ্রাহকদের সুবিধার্থে খুলে দিলেও বৃহস্পতিবার এটিএমগুলিতে টাকা শেষ হয়ে যাওয়ায় গ্রাহকরা চরম অসুবিধায় পড়েন। বুধবারের মত বৃহস্পতিবারও দুর্গাপুরের সমস্ত ব্যাঙ্কের ঝাঁপ বন্ধই রইল।
উল্লেখ্য, মাসের শেষে পর পর দুদিন ব্যাঙ্ক ধর্মঘটের খবরে মঙ্গলবার থেকেই এটিএম গুলিতে টাকা তোলার লম্বা লাইন দেখা গিয়েছিল। এর ফলে রাতের দিকে বেশিরভাগ এটিএমই আউট অফ সার্ভিসে পৌঁছে যায়। সমস্যায় পড়েন গ্রাহকরা।