দীর্ঘ রোগ ভোগের পর চলে গেলেন বিশিষ্ট সাহিত্যিক তথা নজরুল ও মাইকেল মধুসূদন গবেষক ডঃ বদ্রিপ্রসাদ মুখোপাধ্যায়। বয়স হয়েছিল ৮৩ বছর। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে শুক্রবার শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বর্তমানে স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তাঁর মৃত্যুতে শিল্পাঞ্চলের সাহিত্য জগতে শোকের ছায়া নেমে আসে। ২১ জুলাই ১৯৩৪ সালে মলানদিঘিতে মাতুলালয়ে এই সাহিত্যিকের জন্ম হয়। পৈতৃক ভিটে ছিল নজরুলের জন্ম স্থান চুরুলিয়ায়। জীবনের প্রথমে আসানসোলের বিবি কলেজে অধ্যাপনা করেন পরে দুর্গাপুরের একটি বেসরকারি কারখানায় পার্সোনাল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। কবিতা চর্চার উপর তিনি বেশ কিছু বই লিখেছিলেন। বিশ্ব মহাকাব্য প্রসঙ্গ ও মধুসূদন, রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, পূজিত নীরবতা সহ বিভিন্ন বিষয়ে তাঁর লেখনি উল্লেখযোগ্য। তাঁর মৃত্যুতে সাহিত্য জগতের অপরিসীম ক্ষতি হল।

Like Us On Facebook