তৃণমূল নেত্রী দিল্লিতে অফিসারদের বলছেন বিজেপির টাইম শেষ হয়ে গেছে তাই বিজেপির কথা শুনবেন না। তাই আমরাও পশ্চিম বঙ্গের পুলিশ অফিসারদের বলছি সময় এসেছে আর অনৈতিক নির্দেশ মানবেন না। কাঁকসার সিলাম পুরে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এসে বুধবার রাতে একথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।
বুধবার বিজেপির দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে এসে বাবুল সুপ্রিয় জনতার উদ্দেশ্য বলেন, ৩৬ বছরের সিপিএমকে যদি আপনারা উৎখাত করতে পারেন তাহলে ৬ বছরের একটা দুর্নীতিগ্রস্ত সরকারকেও আপনারা উৎখাত করতে পারবেন। এদিন বাবুল আরও বলেন, কয়লা চোর, লোহা মাফিয়া এই সব নিয়েই এখন তৃণমূল কংগ্রেস দল। বাবুল সুশাসনের আশ্বাস দিয়ে দুর্নীতিগ্রস্তদের সরাতে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দলীয় প্রার্থীদের ভোটে জেতানোর আহ্বান জানান। তিনি বলেন, ভোট আজ প্রহসনে পরিণত করে দিয়েছে এই সরকার। মানুষ আজ ঝামেলার ভয়ে ভোট দিতে যায় না ভোট কেন্দ্রে। এদিন রাতে বাবুলের ভাষণ শুনতে সিলাম পুরে প্রচুর জন সমাগম হয়।