সাপের কামড়ে মৃত্যুর সংখ্যা দিনদিন বাড়তে থাকায় এবার বর্ধমান জেলা প্রশাসন গোটা জেলা জুড়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিল। বৃহস্পতিবার বর্ধমান টাউন হলে বর্ধমান সদর উত্তর ও দক্ষিণ মহকুমা বিপর্যয় ব্যবস্থাপন দপ্তরের উদ্যোগে আয়োজন করা হয় সচেতনতা শিবির। অনুষ্ঠানে হাজির ছিলেন বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। এদিন বিভিন্ন স্কুলের ছেলেমেয়েদের নিয়ে একটি পদযাত্রারও আয়োজন করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে গত ৮ বছরে বর্ধমান জেলায় সাপের কামড়ে মৃত্যু হয়েছে ১১৩৪ জনের। আর প্রতিবছর সাপের কামড়ে যতজনের মৃত্যু হয় তার মধ্যে অনেকটাই আতঙ্কের কারণে আর অনেক ক্ষেত্রে ঠিক সময়ে সঠিক চিকিৎসা না করানোয় মৃত্যু হয়। আর তাই আসন্ন বর্ষার আগেই বর্ধমান জেলায় সাপের কামড়ে মৃত্যু রোধ করতে ব্যাপক এই জনসচেতনতা গড়ে তোলার কাজ শুরু করল বর্ধমান জেলার বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর। বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব এদিন জানিয়েছেন, এখন সমস্ত সরকারি হাসপাতালেই সাপে কামড়ানোর প্রতিষেধক এভিএস (অ্যান্টি ভেনাম সিরাম) পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে। একইসঙ্গে সমস্ত সরকারি হাসপাতালগুলিতেই সাপের কামড়ে চিকিৎসার সুব্যবস্থা করা হয়েছে।
Like Us On Facebook