অটো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন তিন আরোহী। সোমবার রাত্রি নটা নাগাদ ঘটনাটি ঘটেছে ৬০ নম্বর জাতীয় সড়কের পাণ্ডবেশ্বর-খোট্টাডিহির সংযোগস্থলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত্রি নটা নাগাদ পাণ্ডবেশ্বর-খোট্টাডিহির সংযোগস্থলে একটি অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি ১০ চাকার ট্রাকের। গুড় বোঝায় ট্রাকটি রানীগঞ্জের দিক থেকে আসছিল, অন্যদিকে অটোটি বীরভূম থেকে রানীগঞ্জের দিকে যাচ্ছিল। ৬০ নম্বর জাতীয় সড়কে মুখোমুখি সংঘর্ষে আটোটি ভেঙে চুরমার হয়ে যায়। অটোয় থাকা তিন ব্যক্তি গুরুতর জখম হন। অটোটি হুগলির, অটোর যাত্রীরাও হুগলির বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর।
ঘটনাস্থলে পাণ্ডবেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। আহতদের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ। ঘটনার ফলে প্রবল যানজট সৃষ্টি হয় ৬০ নম্বর জাতীয় সড়কে। পাণ্ডবেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব দে এবং সি আই দেবজ্যোতি সাহার নেতৃত্বে উদ্ধারকার্য সম্পন্ন হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, আহত তিন জনেরই পরিচয় আপাতত জানা যায়নি, তবে প্রাথমিকভাবে গাড়িটির রেজিস্ট্রেশন হুগলির বলাগড়ের বলে জানা গেছে। এই ঘটনার ফলে ৬০ নম্বর জাতীয় সড়কে প্রবল যানজটের সৃষ্টি হয়। তবে প্রশাসনের চেষ্টায় কয়েক ঘণ্টার মধ্যেই যানজট স্বাভাবিক হয়।