যাত্রী তোলাকে কেন্দ্র করে অটো ও টোটো চালকদের মধ্যে বিবাদকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনা ছড়ালো আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত এসবি গড়াই রোডের ইসলামপুর মোড়ের কাছে। বিবাদের জেরে টোটো চালকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে আসানসোল দক্ষিণ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামলায়।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে যাত্রী তোলাকে কেন্দ্র করে দুই আটো ও টোটো চালকের মধ্যে বচসা থেকে মারামারি শুরু হয়ে যায়। উভয় পক্ষের বেশ কয়েকজন হাজির হলে তুমুল গন্ডোগোল শুরু হয়। অটো ও টোটো ভাঙচুর করে রাস্তায় উল্টে দেওয়া হয়। রাস্তায় টোটো ফেলে রেখে রাস্তা অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। সমস্যায় পড়েন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পুলিশ এসে দুপক্ষকে হটিয়ে দিয়ে অবরোধ তোলে।


Like Us On Facebook