বর্ধমানের গাংপুর স্টেশন এলাকায় স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটল টোটো ও অটো চালকদের মধ্যে। দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের বেশ কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শক্তিগড় থানার পুলিশ। অটো চালকদের অভিযোগ, আরটিও থেকে তাঁদের অনুমতি দেওয়া সত্বেও টোটো চালকেরা তাঁদের অটো চালাতে বাধা দিচ্ছে। এমনকি যাত্রীদেরও অটো থেকে নামিয়ে দিচ্ছে। মঙ্গলবার তাঁরা অটো নিয়ে স্ট্যান্ডে গেলে তাঁদের অটোর সামনে শুয়ে পড়েন টোটো চালকেরা এবং তাঁদের যাত্রী নিয়ে যেতে বাধা দেওয়া হয়।
এরপরই শুরু হয় উভয়পক্ষের মধ্যে বাদানুবাদ যা পরবর্তীতে হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। অপরদিকে টোটো চালকদের পাল্টা অভিযোগ, অটো চালকেরা বেশিরভাগই বিজেপি সমর্থক। যেহেতু টোটো চালকেরা তৃণমূল সমর্থিত আইএনটিটিইউসি ইউনিয়ন করে, তাই অটো চালকেরা টোটো স্ট্যান্ড থেকে দখল নিতে চাইছে। তাঁরা প্রায় ১২ থেকে ১৩ বছর ধরে এই টোটো স্ট্যান্ডে গাড়ি রাখছেন। এখন কয়েকজন অটোচালক এসে স্ট্যান্ড দখল নিতে চাইছে। টোটো স্ট্যান্ডে অটো চালকেরা গাড়ি নিয়ে আসে তাঁদের বাধা দেওয়াতেই হাতাহাতির সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে শক্তিগড় থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।