কবিতীর্থ চুরুলিয়ায় ১৯৯৯ সালের ২০ মে তদানীন্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী কবি নজরুলকে শ্রদ্ধাঞ্জলি জানাতে এসেছিলেন। সঙ্গে ছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রমোদ মহাজন। সেদিন অটলজী নজরুল অ্যাকাডেমিতে কবির স্মৃতি বিজড়িত তাঁর ব্যবহৃত জিনিসপত্র ও সমাধিস্থল দেখে আবেগ তাড়িত হয়ে পড়েছিলেন। আবগ তাড়িত হয়ে কবির জন্মভিটে দর্শনের অভিজ্ঞতা রেজিস্ট্রারে লিপিবদ্ধ করেছিলেন।
সেদিন যতটা না প্রধানমন্ত্রী অটলজী কবিতীর্থ চুরুলিয়ায় এসেছিলেন তার থেকেও বেশী ছিলেন আবেগ তাড়িত কবি অটলজী। সেদিন অটলজী প্রায় দু’ঘণ্টা ছিলেন নজরুলের জন্মভিটেয়। অটলজী সেদিন নজরুলের ব্যবহৃত জিনিসপত্র ও সমাধিস্থল দেখে ঘনঘন আবেগ প্রবণ হয়ে পড়েছিলেন। সেই দৃশ্যের সাক্ষী ছিল নজরুল অ্যাকাডেমি সহ গোটা চুরুলিয়া। বৃহস্পতিবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুর খবরে আসানসোলের চুরুলিয়ার বাসিন্দারা অটলজীর সেইদিনের নজরুল অ্যাকাডেমিতে নজরুলের স্মৃতি বিজড়িত জন্মভিটে পরিদর্শনের ছবিই আঁকড়ে ধরে রয়েছেন।